
আর্মি পাবলিক স্কুল পাঠানকোটে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে , ইচ্ছুক এবং
যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা:-স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট বিষয়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বরে এবং
সেই সঙ্গে ব্যাচেলর অথবা মাস্টার ডিগ্রী, বিএড, এডব্লিউইএস স্কোর কার্ড থাকতে হবে এবং সিটেট পরীক্ষায়
উত্তীর্ণ হতে হবে।
আবেদনের শেষ তারিখ:- ১৫ ফেব্রুয়ারি
মোট পদের সংখ্যা :- ৬
ফিজিক্স- ০১
হিন্দি- ০১
বায়োলজি- ০১
পলিটিক্যাল সায়েন্স- ০১
ইতিহাস- ০১
টিজিটি (কাউন্সিলর) – ০১
বয়সসীমা :- ২০১৯-এর এপ্রিলে ৪০ বছরের কম হতে হবে
আবেদন মূল্য:- ১০০ টাকা (ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এটি দিতে হবে)
অফিসিয়াল ওয়েবসাইট:- এখানে টিপুন অথবা http://www.apspathankot.org/
[বি.দ্র. – দয়া করে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিঞ্জপ্তি পড়ে নিবেন]