IBPS –এর মাধ্যমে গ্রামীন ব্যাঙ্ক-এ ১৪ হাজার গ্রুপ এ-অফিসার ( স্কেলে ১, স্কেলে ২, স্কেলে ৩) / গ্রুপ বি-অফিস সহকারী পদে চাকরির সুবর্ণ সুযোগ,আগ্রহী প্রাথীরা অনলাইনে আবেদন করতে পারেন।
পদের নাম:- গ্রুপ এ-অফিসার ( স্কেলে ১, স্কেলে ২, স্কেলে ৩) / গ্রুপ বি-অফিস সহকারী
শুন্যপদ:-
গ্রুপ এ-অফিসার স্কেলে ১ – ৪৮৫৬ টি
গ্রুপ এ-অফিসার স্কেলে ২ – ১৭৪৬ টি
গ্রুপ এ-অফিসার স্কেলে ৩ – ২০৭ টি
গ্রুপ বি-অফিস সহকারী – ৭৩৭৩ টি
আবেদন শুরুর তারিখ:- ১৮/০৬/২০১৯
আবেদনের শেষ তারিখ:- ০৪/০৭/২০১৯
বয়সসীমা(01.06.2019)হিসাবে:-
অফিস অ্যাস্টিস্ট্যান্টের – ১৮ থেকে ২৮ বছরের মধ্যে ।
অফিসার স্কেল ১ – ১৮ থেকে ৩০-এর মধ্যে হতে হবে।
অফিসার স্কেল ২ – ২১ থেকে ৩২ বছরের মধ্যে।
অফিসার স্কেল ৩ – ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদন মূল্য:- জেনারেল/ও.বি.সি- ৬০০/-, এস.সি/এস.টি/পি.এইচ- ১০০/-
আবেদন পদ্ধতি:- অনলাইন
শিক্ষাগত যোগ্যতা:– স্নাতকোত্তর
বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি:- click here or https://www.ibps.in/wp-content/uploads/CRP_RRB_VIII_ADVT_15_06_2019.pdf
অফিসিয়াল ওয়েবসাইট:- click here or https://www.ibps.in/