মহাদেব হলেন স্বর্গের দেবতাদের দেবতা, দেবাদিদেব মহাদেব। তিনি যতটাই রাগী ততটাই কিন্তু ভালো মনের যে কারণে তার আরেক নাম ভোলা মহেশ্বর। আমরা ভগবান শিবকে খুব আড়ম্বরে ভক্তিভরে পূজা করি। পুরাণে ভগবান শিবের পোশাকের কথা বলা হয়েছে, যা অবাক করার মতো।
পুরাণ অনুযায়ী ভগবান মহাদেব গলায় তাঁর মানস কন্যা মনসাকে ধারণ করেন। মহাদেবের জটার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মা গঙ্গা, মাথায় এক পাশে অবস্থান করছে চন্দ্র। হাতে ত্রিশুল এবং ডুগডুগি। বস্ত্র হিসেবে পরিধান করেন বাঘের ছাল। মহাদেব কেন এইরকম বেশ ধারণ করেন তার উত্তরই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব।