সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ঘটনার ভিডিও থেকে বহু মানুষ মনে আনন্দের সঞ্চার করে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও দেখে মানুষজন অবাক না হয়ে পারছেন না। এর আগে কখনো মহিষকে নাচতে দেখা গেছে? সেই নাচের দৃশ্য এবার পাওয়া গেল এই ভিডিওর মাধ্যমে। ঢোলের তালে তাল মিলিয়ে প্রমোশন নিতে চলেছে একটি মহিষ।
এমনই বিরল দৃশ্য এবার ধরা পরলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা ঢোল বাজাচ্ছেন। তারপর ওই ঢোলের তালে তাল মিলিয়ে নাচতে শুরু করেছে একটি মহিষ।
freeSoualSimi নামের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে।আপলোড করার সাথে সাথেই ভিডিওটি ভাইরাল এ পরিণত হয়। অনেক মানুষ ভিডিওটি দেখে শেয়ার করেছেন। কমেন্টে লিখেছেন সত্যিই এটি একটি মজার ভিডিও।
This is one hilarious video just received from my sister. Someone nearby her home had good fun dancing with a buffalo. Good part is buffalo either is dancing or irritated with lady’s dance 😂 watch for urself. pic.twitter.com/m72kos53G3
— FreeSoulSimi (@soul_simi) December 29, 2020