বিবাহিত জীবনের 25টি বসন্ত পার করার সুবাদে একটি পার্টির আয়োজন করেছিলেন এক দম্পতি।সেই পার্টিতে উদ্দাম নেচে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে গেলেন এক আঙ্কেল।তাকে অনেকে এখন ডান্সিং আঙ্কেল হিসেবে চেনেন।তার নৃত্য বেশ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
my uncle and aunt dancing at their 25th anniversary party is THE MOST pic.twitter.com/AxOcw6s22J
— namaah (@thehappyn00dle) July 7, 2019
ওই দম্পতি বিয়ের 25 বছর উদযাপন করার জন্য পার্টির আয়োজন করেছিলেন।সেখানে বলিউডের গানে পা নাচিয়ে ঝড় তুললেন।দেখুন সেই ভাইরাল ভিডিও।তার নাচের স্টাইল এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে।অনেকেই তার ডান্সিং স্টাইল অনুসরণ করছেন।