হাতের রেখাতে লেখা থাকে আপনার ভবিষ্যৎ। কোন ব্যক্তির হাতের রেখা দেখে বলা যেতে পারে তার অতীত এবং ভবিষ্যৎ এর কথা। হাতের তালুতে অসংখ্য রেখা এবং চিহ্ন যা আমাদের কাছে খুবই সামান্য মনে হয়, জ্যোতিষশাস্ত্র মতে, এই প্রত্যেকটি রেখার কোন না কোন অর্থ আছে। আজকে জেনে নেওয়া যাক হাতের কোন রেখা কোন অর্থ।
কখনো যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন আপনার হাতের তালুতে থাকা অসংখ্য রেখার মধ্যে একটি রেখা রয়েছে ইংরেজি M বর্ণের মত। জ্যোতিষীর মত অনুযায়ী, হাতের তালুতে যদি এই চিহ্ন থেকে থাকে তাহলে সেই ব্যক্তি খুবই ভাগ্যবান হন। খুব কম মানুষদের হাতে এইরকম চিহ্ন দেখা যায়।
পুরুষদের হাতে যদি এই রকম M চিহ্ন থাকে:
১) জ্যোতিষশাস্ত্র মতে যদি কোন পুরুষের হাতে M চিহ্নটি থাকে, তাহলে তিনি অত্যন্ত অনুভূতিপ্রবণ এবং প্রতিশ্রুত মান হন।
২) এই ব্যাক্তিরা নিজের জীবনে অনেক সম্মান সাফল্য এবং খ্যাতি অর্জন করতে পারেন।
৩) এই ব্যক্তিরা কখনোই কাউকে প্রতারিত করতে পারে না। তাই এদের চোখ বন্ধ করে ভরসা করা যেতে পারে।
৪) এরা যে কোন উদ্দেশ্যে সাফল্য অর্জন করতে পারে। ধনী এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে সমাজে নিজের জায়গা করে নিতে পারে এই সকল ব্যক্তিরা।
৫) জীবন সঙ্গীর সাথে খুব ভালো ব্যবহার করে থাকে এরা। যেকোনো পরিস্থিতিতে জীবনসঙ্গী কে সাপোর্ট করতে পারে এরা।
মহিলাদের ক্ষেত্রে:
১) কোন মহিলার হাতে এই চিহ্ন থাকলে তিনি পুরুষদের থেকে অনেক বেশি ক্ষমতাশালী এবং ভাগ্যবান হতে পারেন।
২) এই ধরনের মহিলা অত্যান্ত বুদ্ধিমান মেধাবী এবং চালাক হন।
৩) প্রেমিক এবং প্রেমিকার হাতে যদি এই একই ধরনের রেখা থেকে থাকে তাহলে এদেরকে ভবিষ্যতে একটি পারফেক্ট কাপল হিসেবে গণ্য করা হয়।
৪) সন্তান লালন পালনের ক্ষেত্রে এই সকল মহিলারা অনেকটাই এগিয়ে থাকে।
এছাড়াও:
১) যে সকল ছেলে মেয়ে এই চিহ্ন ধারণ করেন তাদের কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য কোন অসুবিধা হয় না।
২) এই ব্যাক্তিরা বেশি রহস্যজনক হন।
৩) সবদিক থেকেই পারদর্শী হয়ে ওঠেন এই সমস্ত ব্যক্তিরা।
৪) বিবাহিত জীবন খুব সুখের হয়।
৫) জীবনে অনেক অর্থ প্রাপ্তি হয়।
তাহলে যদি আপনার হাতে এই চিহ্নটি থাকে তাহলে নিজের উপর ভরসা করুন, নির্ভয় সামনের দিকে এগিয়ে চলুন। অদূর ভবিষ্যতে আপনার জন্য অপেক্ষা করছে সাফল্য।