বর্তমানে গোটা বিশ্ব জুড়েই চলছে করোনার প্রকোপ।করোনা এক প্রকার ত্রাস হিসেবে ছড়িয়ে পড়েছে গোটা ভারতবর্ষে। ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার অতিক্রম করেছে ভারতে এবং তা আপতত দাঁড়িয়েছে সাড়ে ৫৬ হাজারে।এ বছর তাই লকডাউন জারি থাকায় বলিউড সেলিব্রিটি অনিল কাপুরের কন্যা সোনম কাপুরের বিবাহ বার্ষিকী তাই একপ্রকার ঘরে বন্দী অবস্থাতেই কাটছে। তবে এর মধ্যে নেটিজেনদের কাছে এলো কিছু বিনোদোনমূলক ভিডিও।
When the most energetic actor-singer duo come together, #Dhingana happens! 🔥@iamsrk @MikaSingh
SRK dancing to Laila with @BeingSalmanKhan@AnilKapoor !#SonamAnandReception pic.twitter.com/9JoQssZZpG— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) May 8, 2018
প্রসঙ্গত, গোটা দেশ জুড়ে লকডাউন থাকলেও শাহরুখ-সালমানের বিনোদন থেমে থাকেনি। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভাইরাল হলো একটি ভিডিও।যেখানে দেখা যাচ্ছে সোনমের রিপশনে বেশ সুন্দর ভাবে তালে তালে নাচছেন শাহরুখ খান।
এই প্রসঙ্গে, সোনম কাপুর জানান, “এবছর আমায় বাড়িতে এভাবে ঘরে বসে থাকতে হচ্ছে আমার আর আনন্দের সবথেকে বড় খুশির দিনে। তাই একটু মন খারাপ হলেও কিছু করার নেই। আপনারাও বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। সরকারের এই লকডাউন মেনে চলুন। এটি আমার, আপনাদের সবার ভালোর জন্যই”।