গোটা দেশ জুড়ে করোনা আতঙ্ক। ক্রমশ বেড়েই চলছে করোনা ভাইরাসে সংক্রমন, বাড়ছে মৃত্যু। করোনা মোকাবিলার জন্য গোটা দেশ জুড়ে ১৭ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। লকডাউন চলাকালীন যানবাহন, কলকারখানা বন্ধ। এর ফলে দূষণের কমে গিয়েছে অনেকটাই।
দূষণ কমার জন্য বিহারের একটি গ্রাম থেকে দেখা গেল মাউন্ট এভারেস্ট। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সিংহবাহিনী গ্রামের পঞ্চায়েত প্রধান ঋতু জয়ওয়াল টুইটারে ছবিটি শেয়ার করেছেন।
हम सीतामढ़ी जिले के अपने गाँव #सिंहवाहिनी में अपने छत से #MtEverest देख सकते हैं आज। प्रकृति खुद को संतुलित कर रही है। नेपाल के नज़दीक वाले पहाड़ तो बारिश के बाद साफ मौसम में कभी कभी दिख जाते थे। असल हिमालय के दर्शन अपने गाँव से आज पहली बार हुए।#NatureisBalancing@KashishBihar pic.twitter.com/Ss3UHAzxWN
— Ritu Jaiswal (@activistritu) May 4, 2020
এই ছবিটি দেখে অনেকেই অবাক হয়েছেন। ঋতু জওসওয়াল ছবিটি শেয়ার করে বলেন, তিনি এই প্রথম নিজেদের গ্রাম থেকে এভারেস্ট দেখতে পাচ্ছেন। সীতামারহি জেলার সিংহবাহিনী গ্রামে তাঁদের বাড়ির ছাদ থেকে তিনি মাউন্ট এভারেস্টকে দেখতে পাচ্ছেন বলে জানান। ছবিটি অনেকেই রিটুইট করেছেন। অনেকে আবার নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন।