মহিলাদের ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন থেরাপির ফলে শরীরে বেশি মাত্রায় বাড়ছে কর্কটরোগ, বিশেষ করে মহিলারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এমনটাই তথ্য তুলে ধরলেও আন্তর্জাতিক ল্যান্সেট রিভিউ। তাঁরা এক লক্ষ মহিলাদের উপর সমীক্ষা চালিয়ে দেখেছেন যে যারা হরমোন থেরাপিতে আকৃষ্ট হয়ে এই কাজ করিয়েছেন তাঁদের মধ্যে নাকি ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ দেখা দিয়েছে।
তাঁদের সমীক্ষায় আরও উঠে এসেছে যে পাঁচ বছরের কম সময় ধরে মেনোপজাল হরমোন থেরাপি ব্যবহার করলেই মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ বৃদ্ধি পায়। এই হরমোন প্রয়োগে কোনও রকম সাইড এফেক্ট নেই বলে চিকিত্সকরা দাবি করলেও তা যে কতটা ভুল তা প্রমাণ করলেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এই এইচ আরটির জেরে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের মধ্যে অতিরিক্ত মাত্রায় ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। 60 জনের জনের মধ্যেমধ্যেই পঞ্চাশ জন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।