ছোটে বচ্চন ১ লক্ষ টাকা দিয়ে সাহায্য করল ফারা আলী খান এর মেয়ে আনিয়াকে, চলচ্চিত্র নির্মাতা ফারাহ আলি খাঁন বলেছেন, অভিনেতা অভিষেক বচ্চন করোনার ভাইরাসের মহামারী দ্বারা আক্রান্ত গৃহহীন ও অনাহার প্রাণীদের খাওয়ানোর জন্য তাঁর কন্যা যে উদ্যোগটি শুরু করেছে তাতে ১০১,০০০ টাকা অনুদান দিয়েছেন।