রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, আর কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে বাঙালির ঘরে ঘরে সুখ সমৃদ্ধি কামনা করে পুজো শুরু হয়৷ লক্ষ্মী মানে গৃহে সমৃদ্ধির দেবী তাই সংসারে সুখ ও শান্তি বজায় রাখতে কোজাগরী লক্ষ্মী পুজোয় ভুলেও এই কাজ করবেন না-
1. লক্ষ্মী পুজোয় কখনও কাঁসর ঘণ্টা বাজাবেন না এতে লক্ষ্মী সংসার থেকে বিমুখ হয়ে যায়৷
2. লক্ষ্মী পুজো এ সব সময় কাঁসার বা স্টিলের বাসন ব্যবহার করবেন৷
3. সারা বছর সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে লক্ষ্মী পুজোয় তুলসী পাতা দেবেন না৷
4. লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে হলে সাদা ফুল নয় পরিবর্তে লাল বা গোলাপি রঙের ফুল দিয়ে পুজো করুন৷
5. লক্ষ্মী পুজোয় ধূপ ধুনো এবং প্রদীপ অবশ্যই রাখবেন৷
6. লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মী প্রতিমাকে কখনোই সাদা বস্ত্রের ওপর রাখবেন না, যে কোনও রঙের বস্ত্র বেছে নেবেন৷
7. সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন অবশ্যই লাল এবং হলুদ বস্ত্র পড়ুন৷