সামনেই ধনতেরাস আর তার পরেই কালীপুজা। এই ধনতেরাসে অনেকেই সোনা , রুপা কিনে থাকে , কিন্তু যাদের তেমন সামর্থ নেই তারা অনেক সময় বাসন কেনে, এই সময় দেবিকে অর্থাৎ লক্ষীকে তুষ্ট করতে হলে এই সব কিনতে হয়, এই সময় অনেকে গণেশ ও লক্ষীর আরাধনা করে থাকে, এই সময় নিয়ম মেনে এইসব কররলে দেবী অচলা হয়, মানে আপনার প্রতি তার সর্বদা দৈব দৃষ্টি বজায় থাকবে।
আমাদের মতস পুরানে লেখা আছে এই সব কেনে ছাড়াও এমন একটা জিনিশ কিনলে মা লক্ষীর দয়া সর্বদা বজায় থাকে, অর্থের অভাব হয় না। সেটা হল ঝাড়ু।
ঝাড়ু কিনলেই সব ভালো হয়, অর্থের অভাব হয় না কখনো। ঘরের , বাড়ির সব খারাপ কিছু দূর করে এই ঝাড়ু। ঝাড়ু যদি ধনতেরাসে কেনে যায় তাহলে অনেক মঙ্গল কিন্তু শুধু কিনলেই হবে না, তা নিয়ম মেনে কিনতে হবে।
ঝাড়ু কিনলে সেটাই কিনতে হবে যেটার মধ্যে সাদা সুতো দিয়ে বাধা থাকবে, আর দেখতে হবে তার মধ্যে যেনো পা না লাগে, আর দেখবেন যেদিন ঝাড়ুটা কিনলেন সেদিন বাড়িতে ঝগড়া না হয়।
ঝাড়ু কিনলে জোড়া হিসাবে কিনবেন। আর তা্র সাথে যদি মন্দিরে দান করা যায় তাহলে সুর্য ওঠার আগে তাহলে লক্ষীর কৃপা দৃষ্টি পরবে আপনার ওপরে।।