আসছে আলোর উৎসব। অর্থাৎ কালীপূজো, দীপাবলি। এইসময় তা থাকে চারদিকে আলোয় আলোকিত। রাস্তা ঘাট, বাড়ি, ইমারত সবকিছু ভরা থাকে এলইডি লাইটের আলোয়। কিন্তু এই এলইডি লাইটের আলো চোখের জন্য মোটেই ভালো নয়।
অবশ্য শুধু কালীপুজো নয়, এলইডি এখন সবখানেই। মোবাইল, কম্পিউটার, টিভি ইত্যাদি। চিকিৎসকদের মতে এই এলইডি লাইট ডেকে আনতে পারে বিপদ। অনেকদিন এলইডি ব্যবহার করলে নষ্ট হতে পারে চোখের রেটিনার। কমে যেতে পারে দৃষ্টিশক্তি।
প্যান্ডেলের এলইডি লাইটের তীব্রতা রেটিনার ক্ষতি করে। আর কম বয়সে রেটিনার ক্ষতি হলে, ভবিষ্যতে চলে যেতে পারে দৃষ্টিশক্তি। ল্যাপটপ, মোবাইল, টিভির এলইডির ব্লু লাইট রেটিনা পর্যন্ত চলে যায়। তাই শিশুদের টিভি, মোবাইল, কম্পিউটার কম ঘাটতে দিন। ল্যাপটপ কিংবা মোবাইলে ফিল্টার লাগিয়ে নিন।