দীপাবলীর আগে ধনতেরাসের এই বিশেষ দিনটিতে পৌরাণিক ঐতিহ্য বজায় রেখে সোনা কেনার একটি বিশেষ রীতি রয়েছে। শাস্ত্র অনুযায়ী এই বিশেষ দিনটির জন্য হিন্দুরা ঘরের মধ্যে সোনার সঞ্চয় করে রাখে। কেননা এতে নাকি ভাগ্য বদলাবার পূর্ণ আশঙ্কা থাকে।
কার্তিক মাসের ১৩ তম এই শুভ দিনটিতে চারদিকে আলোকিত করে দেশজুড়ে দীপাবলি উৎসব পালন করা হয়।এর পাশাপাশি দীপাবলীর আগে ধনতেরাস কে কেন্দ্র করে বিভিন্ন প্রচলিত গল্প রয়েছে। যেমন দুর্বাসার অভিশাপ এর জন্য লক্ষ্মী হিন হওয়ার পর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অবশেষে লক্ষীকে ফিরে পেলে।
লক্ষ্মীর আরাধনার মধ্য দিয়ে এই দিনটিতে দীপাবলি উৎসব পালন করা হয়ে থাকে। অন্য একটি মজার গল্প হলো, জমের মুখ থেকে রাজা হিমের ছেলেকে রক্ষা করার জন্য বাসনপত্র, ধনরত্ন, সোনা-রূপো ইত্যাদি রখার ফলে অতিরিক্ত উজ্জ্বলে দিকভ্রষ্ট হয়ে হিমের পুত্র রক্ষা পেলে সেই দিন থেকে শুরু হয় ধনতেরাস।
ভারতের প্রতিটি হিন্দুদের ধনতেরাস কে ঘিরে ধারণা জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী পাথর ধারন করলে ভাগ্য ফিরে আসতে পারে। যেমন গোমেদ, রক্তপ্রবাল, চুনি, নীলা ইত্যাদি।