বিরল ঘটনার সাক্ষী থাকলো ভারত।”অয়ে ব্যাতান” গানের সাথে সুর মিলিয়ে গান গাইতে দেখা গেল রাশিয়ার স্কুলছাত্রদের।স্পষ্ট ভাষায় হিন্দি গানের সুর ও উচ্চারণ শোনা গেল মস্কোর সেনা স্টুডেন্টরা।সেই রাশিয়ার ছাত্রদের সাথে গলা মেলাতে দেখা গেল এক ভারতীয় সেনাবাহিনীর এক অফিসারকে।মহম্মদ রফির আওয়াজে এই গান শুনলে এখনো গায়ের লোম খাড়া হয়ে যায়।
দেশভক্তির আদর্শ গান হলো এই গানটি।সেই গান রাশিয়ার সেনা স্কুলের ছাত্রদের মনে আলোড়ন তুলে দেয়।রাশিয়ার মিলিটারি স্কুলের স্টুডেন্টরা এই গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছে সকলের মনে।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে গিয়েছে।
#WATCH Russian military cadets sing- "Ae watan, Humko Teri Kasam," song at an event in #Moscow (Source: Indian Army) pic.twitter.com/cjNGZblLeg
— ANI (@ANI) November 30, 2019