জয় মা ভবতারিনীর জয়, আজ এই শুভক্ষণে মা ভবতারিনীর নাম জব করুন মনে আনন্দ উপভোগ করতে পারবেন। মন থেকে নিষ্ঠা সহকারে পুজো করলে আপনার সব মনবাসনা পূর্ণ হবে, জীবনে নেমে আসবে সুখ ও সমৃদ্ধি। মায়ের কাছ থেকে কাউকে খালি হাতে ফিরে আসতে হয় না।
তিনি এক ও অদ্বিতীয়, যতই কঠিন সময় আসুক না কেন কোনো দিনও মাকে অবহেলা করবেন না, মন প্রাণ দিয়ে ডাকুন মা ঠিক রাস্তা দেখিয়ে দেবে চোখের সামনে। বিপদের দিনে মা তার সন্তানকে রক্ষা করবেন ঠিকই। ধৈর্য্য হারাবেন না কখনই, মা মাঝে মাঝে তার সন্তানের কাছে পরীক্ষা নিয়ে থাকেন, যতই কঠিন সময় আসুক না কেনো মা আপনাকে ঠিক রক্ষা করবেন।
দক্ষিণেশ্বর মন্দিরে স্বয়ং মা ভবতারিণী বাস করেন, তাকে স্মরণ করুন সব দুঃখ কষ্ট লাঘব হয়ে যাবে, মনে আনন্দ ফিরে পাবেন পুনরায়। অন্ধকার ময় জীবনে নতুন করে আলোর মুখ দেখতে পারবেন, মায়ের কৃপায় সুখের সংসার গড়ে উঠবে। মায়ের আশীর্বাদ পেয়েই গদাধর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব রূপে সকলকে রাস্তা দেখিয়েছেন। আস্থা রাখুন খারাপ দিন পেরিয়ে নতুন সূর্য উদয় হবেই।