এবার কি তাহলে অমিতাভ বচ্চন টিকটকে ভিডিও বানানো শুরু করে দিলেন,প্রথমে দেখলে তাই মনে হবে,কিন্তু তা একদমই নয়।
ওই ব্যক্তির নাম শশীকান্ত পেডভোল, তিনি একদম হুবুহু বিগবি অমিতাভ বচ্চনের মতো দেখতে।তার পোশাক ও কথা বলার ধরণ সবই একই রকম।যেনো বিগ বি স্বয়ং কথা বলছেন।এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সম্প্রতি।ওই ব্যক্তির ভিডিও দেখলে এক দেখাতেই অমিতাভ বচ্চন মনে হবে।তবে তিনি তার পরিচয় নিজেই দিয়েছেন।তিনি পুনের বাসিন্দা।
শশীকান্ত পেডভোল জানান,তার টিকটক অ্যাকাউন্ট কোনো কারণে হ্যাক হয়ে গিয়েছে এরজন্য তিনি তার অ্যাকাউন্ট ব্যাবহার করতে পাড়ছিলেন না।কিন্তু তার টিকটক অ্যাকাউন্ট ঠিক হয়ে যাওয়ায় তিনি ফের স্বমহিমায় ফিরে এসেছেন।তিনি জানান তিনি সুপারস্টার অমিতাভ বচ্চনের বিশাল বড়ো ফ্যান।
তার দৈহিক গঠন ও মুখ একদম অমিতাভ বচ্চনের মতো বলে তার নিজের উপর গর্ববোধ হয়ে থাকে।
Meet Mr. Shasikant Pedval, resident of Pune, who resembles Big B not only in looks but also in his voice and accent… Amazing…!!! 👇👇👇 pic.twitter.com/Ulwoej5fsx
— SpotboyE (@Spotboye) January 28, 2020