মেষ:হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভাল,সুযোগসন্ধানীদের থেকে সতর্ক থাকুন
বৃষ:সন্তানদের জন্য ভাল কিছু ভাবতে পারেন,ব্যবসায় বাড়তি লাভ হতে পারে
মিথুন:আজ প্রেমের দিকে না এগনোই ভাল হবে,প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়
কর্কট:কর্মস্থানে আজ দায়িত্ব বাড়তে পারে,অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে
সিংহ:স্বামী-স্ত্রী যৌথ ব্যবসায় সাফল্য পেতে পারেন,পড়ে থাকা কোনও কাজ সেরে ফেলুন
কন্যা:আধ্যাত্মিক আলোচনায় আজ আপনার সঙ্গতি থাকবে,সামান্য ভুল বড়ো ক্ষতি ডেকে আনতে পারে
তুলা:স্ত্রীকে সন্দেহের জন্য দাম্পত্য কলহ বাধতে পারে,কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন
বৃশ্চিক: আজ বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে,সহকর্মীর বাজে ব্যবহারে কর্মস্থানে বিরক্তি ভাব থাকবে
ধনু:সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে,প্রতিবেশীর ছলনার শিকার হতে পারেন
মকর:মহিলাদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার,কর্মচারীর বুদ্ধিতে ব্যবসায় প্রচুর উন্নতি
কুম্ভ:আয়ের পরিমাণ ভাল থাকলেও অর্থসঙ্কট আপনাকে তাড়িয়ে বেরাবে,কর্মস্থানে কোনও বাজে কাজ হতে পারে
মীন:পূজাপাঠের জন্য বাড়তি খরচ হতে পারে,ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভাল হবে না