আগে আমরা জানতাম শুধু কাকাতুয়া ও টিয়াপাখি মানুষের মতো কথা বলতে পারে, কিন্তু এবার থেকে শালিক পাখিও কথা বলতে পারে বলে জানতে শুরু করবেন আপনারা। এই ভিডিওটি সেই কথাই বলছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শালিক পাখির কথা বলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই শালিক পাখি সোশ্যাল মিডিয়ায় সবার মন জয় করে নিয়েছে।
মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এই শালিক পাখির জুড়ি মেলা ভার। এই শালিক পাখিটি সবকিছু অনায়াসেই বলতে পারে। বাড়ির লোকের কথা শুনে মা, বাবা, কাকী বলে ডেকে চলেছে। কাকাতুয়া, টিয়া পাখির পরে এই শালিক পাখিটি সকলের নজর কেড়েছে। দেখুন এই ভিডিও। আপনার মন এক নিমিষে ভালো হতে বাধ্য।
শালিক পাখিটি এমন ভাবে মা, বাবা বলে ডাকছে যে মনে হচ্ছে কোনো মানুষ ডাকছে। দূর থেকে শুনলে মানুষের গলার মতই শুনতে লাগবে। এই পাখিটি ওই বাড়ির নয়নের মণি, তাকে ছাড়া বাড়িতে কারো কিছু ভালো লাগেনা। বাড়ির লোকের ডাক শুনে শুনে শালিক পাখিটি এখন ওই বাড়ির অন্যতম সদস্য হয়ে দাঁড়িয়েছে।