বড়ো রহস্য ফাঁস করলেন বলিউডের খিলারি কুমার।নিজের আপকামিং ছবি “গুড নিউজ” ফিল্মের প্রমোশনে এসে উপস্হিত সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি একটি মজার কথা বলেছেন সকলের সামনে।
এক সাংবাদিক জিজ্ঞাসা করেন তিনি বড়ো পরিচালকদের সাথে কেন কাজ করেন না,সে প্রসঙ্গে তিনি জানান,আমি শুধু নতুন পরিচালকদের সাথেই কাজ করি, কারণ বড়ো পরিচালকরা তাকে নেন না,সুযোগ দিতে চান না।অনেক বড় পরিচালক শুধু খানদের নিয়ে ছবি করেন।
কারণ তাদের দক্ষতা আমার থেকে অনেক বেশি।তাই তারা শুধু খানদের সাথেই ছবি বানান।কিন্ত তাই বলে আমার জার্নি থেমে থাকেনি।
নতুন পরিচালকরা তাদের ইন্ডাস্ট্রিতে জায়গা করার জন্য মুখিয়ে থাকে,তাদের আইডিয়া ও নতুন হয়ে থাকে,তাছাড়া তারা জানে ভালো ছবি পরিচালনা করতে পারলে তারা ইন্ডাস্ট্রিতে সফলতা পাবেন,তাই তাদের খিদা বেশি।
নতুন পরিচালকরা তাদের দক্ষতাকে কাজে লাগাচ্ছে, তাদের নিজস্ব কাজ করছে,তাই তাদের সাথে কাজ করতে ভালো লাগে তার।
প্রসঙ্গত উল্লেখ্য যে,অক্ষয় কুমারের এই ফিল্ম 21তম নতুন পরিচালকদের সাথে করা সিনেমা।