সাপটি নাম শুনলে এমনিতেই গায়ের লোম খাড়া হয়ে যায়।প্রায় লোকেরই এইরকম অবস্থা হয় থাকে।কিন্তু পৃথিবীতে যতরকম সাপের প্রজাতি আছে তাদের মধ্যে বেশিরভাগ সাপের বিষ নেই।কিন্তু বিষধর সাপ যদি একে অপরের সামনাসামনি হয় তাহলে কে জিতবে।কার বিষ সবথেকে বেশি।ধারণা না থাকলে ভিডিওটি একবার দেখে নিন।আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি।