সিকিউরিটি রিসার্চার Erez Yalon জানিয়েছেন, আপনার অজান্তেই আ্যান্ড্রয়েড ফোন থেকে ফটো বা ভিডিও তোলা যাবে। তিনি বলেছেন, অপনার মোবাইলে অনেক সময় আপনার আ্যান্ড্রয়েড ক্যামেরা অ্যাপ থেকে বাগ ঢুকে পড়তে পারে।
এই বাগ খারাপ অ্যাপকে আপনার মোবাইলে ঢুকতে সাহায্য করে। এই অ্যাপগুলি আপনাকে না জানিয়েই আপনার মোবাইল থেকে ফটো এবং ভিডিও তুলতে থাকে। ফোন অফ থাকলেও ফটো বা ভিডিও তুলতে থাকে এই অ্যাপগুলি। আগস্ট মাসে আ্যান্ড্রয়েড সিকিউরিটি টিম এই খামতির কথা মেনে নেয়।
গুগল প্রথমে এই বিষয়টিকে পাত্তা দেয়নি। পরে গুগল চেকমাটিক্স সংস্থাকে এই সমস্যার কথা সামনে নিয়ে আসার জন্য ধন্যবাদ জানিয়েছে। গুগল দাবি করেছে, প্লে স্টোর আপডেট করা হয়েছে, এর ফলে জুলাই ২০১৯ এ গুগল ক্যামেরা অ্যাপ্লিকেশনটিতে আর কোনও সমস্যা নেই। এই সমস্যা গুগল পিক্সেলেও দেখা গিয়েছিল।
তবে শুধু গুগল পিক্সেলে নয়, যেকোনো আ্যান্ড্রয়েড ফোনে এই সমস্যা দেখা দিতে পারে। স্যামসং এর বহু ফোনে এই সমস্যা দেখা দিচ্ছে বলে জানা গিয়েছে। এই সমস্যার সমাধানের জন্য স্যামসং কাজ করছে।