জনপ্রিয় রিয়েলিটি শো “দাদাগিরি”কে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।এবার আইনি ঝামেলায় পড়তে হতে পারে দাদাগিরিকে।সম্প্রতি একটি এপিসোডে অশরীরীদের নিয়ে একটি আলোচনা হয়।এই রিয়েলিটি শোতে অবৈজ্ঞানিক আলোচনা করা হয়েছে বলে অভিযোগ তোলে পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ।
পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে।বিজ্ঞানমঞ্চ থেকে দাবি করা হয়েছে, অযথা আতঙ্ক ছড়ানো হয়েছে এই এপিসোডে।এক প্যারানর্মাল ইনভেস্টিগেটর তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই এপিসোডে।ভূতের অস্তিত্বকে নিয়ে আলোচনা করে প্রশ্নের মুখে পড়েছে জনপ্রিয় শো দাদাগিরি