আধুনিক জগতে কোনো কিছুই আজ অসম্ভব নয়। প্রযুক্তির কল্যাণে মানুষ এখন চাঁদে বাড়ি করার চিন্তা করে যাচ্ছে, কিন্তু ভেবে দেখেছেন কি এই যে আকাশচুম্বী ইমারত বা পাহাড়ের উপর ব্রিজ তৈরি অথবা কোনো বড় বিল্ডিং তৈরির পিছনে প্রযুক্তি ছাড়াও মানুষের অবদান অনস্বীকার্য।
কত প্রতিকূল পরিস্থিতির সামনা সামনি দাঁড়িয়ে মানুষ তাদের লক্ষমাত্রায় পৌঁছায় তা এই ছোট ভিডিওটি দেখলেই আপনি বুঝতো পারবেন। প্রানের ঝুঁকি নিয়ে তাদের কাজ করে যেতে হয়, জীবিকা নির্বাহ করার জন্য দরকার কাজ, সেই কাজের জন্য মানুষ কতকিছুর সামনা সামনি হয় তা আপনি হয়তো আগেভাগেই জানেন। তবুও এই ভিডিওটি দেখলে আপনার শ্রমিক শ্রেণীর লোকেদের উপর শ্রদ্ধা আরো বেড়ে যাবে।