এক আশ্চর্য ঘটনার সাক্ষী রইল লন্ডন, কোনও রকম সাপোর্ট ছাড়াই কিংবা দড়ির সাহায্য ছাড়াই সোজা 95 তলা বিল্ডিংয়ে তরতর করে উঠে পড়ছেন যুবক আর যা দেখে পথ চলতি মানুষের চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
32 লন্ডন ব্রিজ স্ট্রিটে অবস্থিত দ্য শর্ট বিল্ডিংয়ে সোমবার ভোরে এই কাণ্ডটি ঘটিয়েছেন এক যুবক। হঠাৎ স্থানীয়রা দেখতে পান ওই বিল্ডিং ধরে সোজা উঠে যাচ্ছে এক যুবক। রীতিমতো ভড়কে গিয়ে স্থানীয়রাই পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন, ঘটনাস্থলে এসে পৌঁছায় দুটি অ্যাম্বুলেন্স ও ড্রোন।
যদিও এসবের কিছুই প্রয়োজন হয়নি কারণ ওই যুবক ওপরে ওঠার পরেও অক্ষত রয়েছেন। এখন প্রশ্ন হল কী ভাবে ওই যুবক সেন্ট্রাল লন্ডনের দ্য শর্ট বিল্ডিংয়ে এ ভাবে উঠে পড়লেন? আবার ওই বিল্ডিংয়ে পৌঁছেনি বা কী ভাবে?
তবে বছর উনিশের ওই কীর্তিমান যুবক জর্জ কিং জানিয়েছেন সেই কোনও উদ্দেশ্য নিয়েই নাকি এই কাজটি করেনি তাই পুলিশ তাঁর সঙ্গে কথা বলার পর তাঁকে গ্রেপ্তার বা আটক করেনি। বড় কোনও কিছুর সাহায্য ছাড়াই এ ভাবে অত উঁচু বিল্ডিংয়ে উঠে পড়ায় তাঁর প্রশংসাই করেছেন সকলে।
Someone is climbing up The Shard!!! 🤯 pic.twitter.com/4yWG0CZ6Rt
— David Kevin Williams (@DaveKWilliams) July 8, 2019