মঙ্গলবারে যেসব জাতক জাতিকার জন্ম তারা খুব স্বঃতস্ফূর্ত প্রকৃতির হয়। তারা খুব মন খোলা ধরণের হয়। তারা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে। তারা খুব ধার্মিক প্রকৃতির। তাই তাদের বজরংবলির পূজা করা উচিত। কিন্তু তাদের ধৈর্য্য খুব কম। তারা একটুতেই রেগে যায়। তারা খুব তাড়াতাড়ি ডিসি্শন নিয়ে নেয় এখানেই তাদের দুর্বলতা।
স্বাস্থ্য এদের ভালই থাকবে কিন্তু বড়ো কোনো ফারার সম্মুখীন হতে পারে। এরা খুব অন্যের প্রতি সদয় হয়। কিন্তু এরা খুব প্রতিশোধ প্রবণ, এটাই তাদের প্রধান দুর্বলতা।
এদের মঙ্গলবারে জন্ম কোনো মানুষের সাথে সম্পর্কে না আসাই ভালো, সংসারে অশান্তি নেমে আসতে পারে।এদের শুভ রং লাল ও মেরুন। শুভ দিন মঙ্গলবার ও শুক্রবার।