মার্কিন যুক্তরাষ্ট্রে অনাবাসী ভারতীয়দের আয়োজনে তৃতীয়বার আমেরিকার টেক্সাসে মেগা ইভেন্টে উপস্থিত হয়েছিলেন নরেন্দ্র মোদী৷ সেখানে অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীরের উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহার নিয়ে পরোক্ষভাবে এক দেশের সমস্যা হচ্ছে বলে জানান মোদী৷ নাম না করে পাকিস্তানকে বিঁধেছেন তিনি৷
পাশাপাশি 370 ধারা প্রত্যাহার করার পর কাশ্মীরিদের আদতে সুবিধা হয়েছে বলেই জানিয়েছেন মোদী৷ এরপরে কাশ্মীর ও লাদাখ নিজেদের অধিকার ফিরে পেয়েছেন বলেও দাবি করেছেন তিনি৷ এমনকি এটি ভারতের জন্য ব্যতিক্রমী কাজ যা তিনি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন মোদী৷
PM Modi: Some people have a problem with abrogation of article 370, these are same people who cant govern their own country properly. These are the same people who shield terrorism and nurture it. Whole world knows them very well. pic.twitter.com/IVA5CCb7zF
— ANI (@ANI) September 22, 2019