বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে তাণ্ডব চলাকালীন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকর৷ শুক্রবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দিয়েছিলেন তিনি এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে মুখ খুললেন রাজ্যপাল৷ তিনি জানিয়েছেন অনেক ভেবে চিন্তে অভিভাবক হিসেবে ছাত্রদের সঙ্গে কথা বলার জন্য ক্যাম্পাসে গিয়েছিলেন তিনি৷
সে দিন ছাত্রছাত্রী এবং কর্তৃপক্ষ উভয় সহযোগিতা করেছেন তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং বিষয়টি তাঁর অত্যন্ত ভাল লেগেছে বলেও জানান৷ নিজের কর্তব্যের প্রতি অবিচল থাকার প্রতিজ্ঞা নিয়ে তিনি আরও জানান ভারতের সংবিধান সহ পশ্চিমবঙ্গের সব মানুষকে রক্ষা করার শপথ আমার এবং তা আমি রক্ষা করব৷ উল্লেখ্য বৃহস্পতিবার যাদবপুর ক্যাম্পাসে পৌঁছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘটনাস্থল থেকে উদ্ধার করার পর রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন এমন কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তাঁকে৷