অসমের পর এবার হরিয়ানায় এনআরসি চালু করতে চাইছে হরিয়ানা সরকার। ইতিমধ্যেই সে রাজ্যের পক্ষ থেকে ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তাতে সায় দিয়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে হরিয়ানা প্রশাসন এবার মিশন 75 লক্ষ্যে কাজ করছে। আর সেই সাফল্যের জন্য এনআরসির ওপর ভরসা রাখছে হরিয়ানা সরকার।
লোকসভা নির্বাচনে হরিয়ানা 10টি আসন পেয়েছে কিন্তু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে মরিয়া বিজেপি। তবে বিজেপির বিরোধি দলগুলি অর্থাত্, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল, জননায়ক জনতা পার্টি, বিএসপি, এম আদমি পার্টি স্বয়ং এস পি, কংগ্রেস বেশি সবল না হলেও নিজেদের ক্ষমতা জাহির করতে ততপর বিজেপি।