রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে আবেগতাড়িত হয়ে পড়লেন কাশ্মীরি পণ্ডিতরা৷ বিশেষ করে প্রধানমন্ত্রীর কাশ্মীরের উপর থেকে বিশেষ ধারা রদ করা নিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন এমন কি প্রধানমন্ত্রীকে ভগবান বলে সম্বোধন করেছেন তাঁরা৷
এক সময় ধর্মীয় কারণে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করা হয়, খুন ও ধর্ষণের মতো ঘটনাও ঘটেছিল সেই সময়৷ সম্প্রতি কাশ্মীরের উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতাড়িত কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে নিয়ে আসার প্রস্তাব দেন৷ আর এতেই খুশি কাশ্মীরি পণ্ডিতরা৷
#WATCH United States: A delegation of Kashmiri Pandits meets and interacts with Prime Minister Narendra Modi. A member kisses PM Modi’s hands and says, “Thank you on behalf of 7 Lakh Kashmiri Pandits.” pic.twitter.com/8xKBqNlOvM
— ANI (@ANI) September 22, 2019