“যারা সা ঝুম লু ম্যা” দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির এই বিখ্যাত গানে কোমড় দুলালেন এক ছাত্রী। তার নাচেই স্যোশাল মিডিয়ায় ফের ঝড় উঠেছে। হুহু করে বাড়ছে ভিউ শেয়ার। অবসর সময়ে সেই ছাত্রী নেচে কাঁপিয়েছে স্যোশাল মিডিয়া।
আশা ভোঁসলে ও অভিজিতের কন্ঠে এই দারুণ গানটি, যা সবার মন জয় করে নিয়েছে। এ এক অনন্য প্রতিভা, এই সবের মধ্যেই প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া যায়। এই নাচের মধ্যে দিয়েই প্রত্যেকটা অনুভূতি প্রকাশ করেছে। যা সবাইকে আনন্দ দান করেছে।