ভারতের পরিবেশ বিষয়ক কার্যকলাপকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। এর মহাসচিব অ্যান্টনিও গুয়াত্রেস জানিয়েছেন, ভারত যেভাবে পুণর্ণবিকরণকে কাজে লাগিয়ে শক্তি ও পরিবেশ রক্ষার কাজ করছে তা প্রশংসনীয়।
প্রথমবার মোদী আসার পর থেকেই স্বচ্ছ ভারত মিশন শুরু হয়েছিল দেশে ও দ্বিতীয় বারে তিনি শপথ নিয়েছে ১৩০ কোটি ভারতীয়দের সাথে ব্যবহার উপোযোগী প্লাস্টিক বর্জন করতে। পরিবেশকে স্বচ্ছ পরিষ্কার রাখতে। তাছাড়া সৌর শক্তি ব্যবহারের ওপর বেশী গুরুত্ব দিয়েছে।
এই উদ্যোগের ওপর বিচার করে, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বলেছেন, আন্তর্জাতিক সৌর শক্তি প্রকল্পে ভারত একাই ১৯৬ টি সোলার প্যানেল দান করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিবেশ রক্ষার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি সৌর শক্তি ব্যবহারের জন্য অনেক অর্থ খরচ করেছেন।
রাষ্ট্রপুঞ্জের ক্লাইমেট অ্যাকশন সামিটে যোগ দিতে চলেছে ভারতীয় প্রধানমন্ত্রী। এখানে সুযোগ দেওয়া হয় মাত্র কয়েকজনই। তার মধ্যে নরেন্দ্র মোদী অন্যতম। মহাসচিব শেষে বলেন, ভারত কয়লা উত্তোলনের দিক থেকে প্রথম সাড়ির দেশ তবে সৌরশক্তির জন্যও ভারত প্রশংসা যোগ্য।