পৃথিবী ছাড়াও আরও অন্য কোনও গ্রহে প্রাণের সন্ধান আছে কি না তা জানার জন্য নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা, অবশেষে বিজ্ঞানীদের গবেষণায় মাত্র শুরু আলোকবর্ষ দূরেই মিলল পৃথিবীর যমজ গ্রহের৷ যদিও এই গ্রহে প্রাণ আছে কি না তা নিয়ে এখনই কিছু জানা যায়নি তবে এই নতুন গ্রহের আয়তন নাকি পৃথিবীর থেকে দ্বিগুণ৷
ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার বো-মা এবং তাঁর কয়েকজন সহকারী অ্যারিজোনা থেকেই মাত্র দেড় মিটার একটি টেলিস্কোপের সাহায্যে পৃথিবীর মতো একটি গ্রহের সন্ধান খুঁজে পেয়েছেন৷ যেটি মূল নক্ষত্রকে 42 দিনে একবার প্রদক্ষিণ করতে পারে৷ আর এই নক্ষত্র অনেকটাই ঠান্ডা এবং ঘনত্ব কম বলে জানা গিয়েছে৷
যে নতুন গ্রহটিকে আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা তার নাম দেওয়া হয়েছে 40 এরিদানি৷ গ্রহটির মধ্যে বায়ুমণ্ডলে ঘন গ্যাসীয় জিনিসের আস্তরণ পেয়েছেন বিজ্ঞানীরা৷ এবার প্রাণের সন্ধান চালানোর পালা৷