হ্যাঁ এই শব্দটি অনেকের কাছেই অজানা কিন্তু শনির ঢাইয়ার জন্য জীবনে অনেক সমস্যা দেখা যায়৷ জন্মরাশি থেকে গোচর কালীন শুনি যখন চতুর্থে বা অষ্টমে এসে পড়ে তখন আড়াই বছর সময় ধরে ঢাইয়া চলে৷ এই সময় শিক্ষা ক্ষেত্রে মানসিক দিক পারিবারিক সমস্যা বা কর্মক্ষেত্রে উন্নতি হয় না, তো বিপদের সম্ভাবনা বাড়ে৷ তাই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কয়েকটি উপায় জেনে নিন-
1) অশ্বত্থ গাছের নিচে সকালেই দুধ ও গঙ্গাজল দিন৷
2) প্রতি শনিবার অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালান৷
3) প্রতি শনিবার চুল দাড়ি নখ কাটবেন না এবং একুশ সপ্তাহ শনিবার করুন অর্থাত্ নিরামিষ ভোজন করুন৷
4) দুপুর ও রাতে খাওয়ার পর অবশ্যই পা ধুয়ে ফেলবেন৷
5) প্রতি শনিবার সর্ষের তেল বা প্রদীপ কখনও কিনতে নেই৷
6) মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং দক্ষিণা কালিকা কবচ ধারণ করুন৷
7) শুক্লপক্ষের শনিবার সূর্যাস্তের পর একশ আট বার করে বীজ মন্ত্র জপ করুন৷