টানা ছয় দিন ধরে খোঁজ চালিয়েও বিক্রমের খোঁজ মেলেনি তাই চন্দ্রযান অভিযানের ব্যর্থতা ভুলে এবার গগন যান অভিযানের দিকে মন দিতে চায় ভারতীয় স্পেস রিসার্চ সেন্টার ইসরো৷ শনিবার ভুবনেশ্বরের একটি কনভোকেশনে যোগ দিতে গিয়ে ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন 2021 সালের ডিসেম্বর মাসের মধ্যেই মহাকাশে ইসরোর রকেটে করে মানুষ পাঠাবে ইসরো৷
তাই নিজেদের তৈরি রকেটের মাধ্যমে মহাকাশ যান পরবর্তী লক্ষ্য হিসেবে দেখছে ইসরো৷ জানা গিয়েছে ইসরোর গগন যানের প্রধান উদ্দেশ্য হল মহাকাশে তিন সদস্যের একটি দল পাঠানো, যাঁরা সাত দিন মহাকাশে পরিক্রমণ করবে৷ যদি এই অভিযান সফল হয় তা হলে দ্বিতীয় মানুষ বিমান যাবে মহাকাশে এমনটাই জানিয়েছেন কে শিবান৷