রানু স্টেশনে গান করতেন। সেখান থেকেই উঠে আসা তাঁর। ফেসবুকে ভাইরাল হয়েছিলেন, তারপরেই পান জনপ্রিয়তা। হিমেশের সাথে দুটি প্লেব্যাক করেও ফেলেছেন। এক কথায় বলতে গেলে, রানু মন্ডল এখন সেলিব্রিটি।
এবার তিনি আবার লতা মঙ্গেশকরের গান গাইলেন। খালি গলায় হিরো ছবির জনপ্রিয় গান ‘পেয়ার করনে ওয়ালে কভি ডরতে নেহি’ গানটি গাইলেন তিনি। আবারও ভাইরাল হয় এই ভিডিও।