এবার আসল নতুন চ্যালেঞ্জ। না দেখে খুলতে হবে ব্রা। ভিডিওতে দেখা যাচ্ছে, সবাই এক এক করে তরুণীর ব্রা খুলছে। কে কত তাড়াতাড়ি খুলতে পারে, এটাই চ্যালেঞ্জ।
এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। অনেকেই কটূক্তি করেছেন আবার অনেকেই করেছেন অশ্লীল কমেন্ট। তবে এই ভিডিও শুটের আসল উদ্যেশ্য হল, ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ছড়ানো। অক্টোবর মাস Breast Cancer Awareness মাস হিসেবে পালিত হয়। এইজন্যই বানান হয়েছে ভিডিওটি। ভিডিওটি দেখে নিন।