সন্তান গর্ভে থাকার সময়ই তাঁর নাম করুন নিয়ে আগে থেকেই একটা আলাদা কৌতূহল থাকে তবে সন্তানের নাম রাখার আগেই বেশ কয়েকটি বিষয়ের ওপর নজর রাখা অত্যন্ত জরুরি আর সেগুলি হল-
1) প্রথমেই নামগুলো বেছে কাগজে লিখুন তারপর উচ্চারণের দিকে নজর দিন, নাম রাখার আগে দেখতে হবে সেই নামের উচ্চারণ সকলে করতে পারছে কি না৷
2) নাম রাখার আগেই বেশ কয়েকজনের পরামর্শ নিন যদি সবাই বলে ঠিক আছে তা হলে সেই নাম রাখতে পারেন৷
3) নাম রাখার আগেই সেই নামের মানে কী তা জেনে নেবেন অবশ্যই৷
4) ডাক নাম রাখতে গেলে আগে থেকেই সচেতন হন কারণ অনেক সময় এমন ডাকনাম হয়ে যায় যা পাড়া পড়শি কেটে ছেঁটে ছোট করে অস্বস্তিকর করে তোলে৷
5) সন্তানের নাম অনন্য রাখার চেষ্টা করুন, এমন নাম রাখতে হবে যাতে নামের মানেও থাকবে অথচ বিশেষ শোনাই যায় না৷