সৌরমণ্ডলের গুরু গ্রহ বলে পরিচিত বৃহস্পতি, যার ধারে কাছে যাওয়ার সাহস অবধি হয়ে ওঠে না কোনও মহাকাশযানের, তবে এই বৃহস্পতির নাকের ডগায় বসে আছে নাসার মহাকাশযান জুনো৷
বৃহস্পতির যে কোনও খবরা খবর পৃথিবীতে পাঠানোর ওস্তাদ সে৷ এবার জুনোর ক্যামেরাতেই ধরা পড়ল গুরু গ্রহের গ্রহণের খবর৷ জুনোর পাঠানো একটি ছবিতে দেখা গিয়েছে বৃহস্পতির গায়ে রয়েছে একটি বড় কালো ছায়া৷ যা দেখে মনে হচ্ছে গ্রহণ৷ তবে জানা গিয়েছে ওই বড় কালো টিপ আসলে বৃহস্পতির উপগ্রহ আইও৷ যেটি বৃহস্পতির উপগ্রহগুলোর মধ্যে সব থেকে ভয়ঙ্কর৷
Jupiter’s moons, as seen by Cassini (NASA) pic.twitter.com/FdSeYLcmtl
— Universal Curiosity (@UniverCurious) September 16, 2019