এবার মৃতের সংখ্যা ২৩। আফগান সেনাদের এয়ারস্ট্রাইকে ২৩ জন তালিবান জঙ্গি নিহত হয়েছে। বাদঘিস, কান্দাহার ও ঘাজনীতে এই এয়ারস্ট্রাইক চালানো হয়।
পরবর্তীতে সংবাদ সূত্রে জানা যায়, কান্দাহারে ১০ জন জঙ্গি মারা গেছে ও ২ জন আহত হয়েছে।
আর এইদিকে বাদঘিসে মৃতের সংখ্যা ১০ জন। আফগানিস্তান অনেক দিন থেকেই এই সব তালিবানদের প্রকোপে আছে। আমেরিকার সেনারা এই তালিবান দমনের জন্য আফগানিস্তানেই আছে।