ঘটনাটি ঘটেছে হরিয়ানার পাঞ্জাবি মহল্লায়। এই দম্পতি একটি বাড়ি ভাড়া করে থাকত। আর এই মহিলার স্বামী রবি পোশাকের দোকানে একজন সেলস ম্যান ছিল। তার স্ত্রী গত বুধবারে এই কাজ করে বসে। তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় তাকে। পরে স্বামী ঘুমিয়ে পরলে, প্রেমিকের সাথে নিশিযাপন করে তার স্ত্রী। এই পরিকল্পনাই ছিল হঠাত ঘুম ভেঙে যাওয়াতে সে দেখে ফেলে তদের ঘনিষ্ঠ অবস্হায়।
এই কান্ডের পরেই সেই মহিলা ও তার প্রেমিক তাকে বেধরক মারে, এমনকি তার মাথায় সিলিন্ডার দিয়ে আঘাত করে। তারপরেই মাথা ফেটে রক্ত বের হতে থাকে মহিলার স্বামীর ও সেখানেই তার মৃত্যু হয়। আর ভয়ে সেখান থেকে পালিয়ে যায় সে। পরে অবশ্য স্বামীর মৃত্যুর খবর তিনি সবাইকে জানান।
তিনি বলেন, তাদের দুজনের মধ্যে বচসা হয়, ও পরে অসাবধানতাবশত খাটের কোণা মাথায় লেগেই এই অবস্হা হয় তার।
কিন্তু তার কথায় পুলিশের সন্দেহ হওয়াতে, তাকে চাপ দিয়ে সব সত্যি বের করে নেয় তারা।