বৃহস্পতিবার ডেপুটি চিফ মার্শালের হাতে তুলে দেওয়া হল রাফাল যুদ্ধবিমান। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল শেষপর্যন্ত। ফ্রান্সের এই যুদ্ধবিমান প্রস্তুত কারক সংস্হা দাসাল্ট অ্যাভিয়েশন ভারতের হাতে তুলে দিল এই বিমান।
ভারতের হাতে যে রাফালটি তুলে দেওয়া হয়েছে, তার নাম রাখা হয়েছে বি-১। পরের মাস থেকেই বায়ুসেনার প্রধান হচ্ছে ভাদুরিয়া। তার নাম হিসেবে রাফালের টেল নম্বরের নাম করণ করা হয়েছে। ভারতীয় বায়ুসেনার প্রথম আরকেএস ভাদুরিয়া যিনি রাফাল বিমান উড়িয়েছেন। তাছাড়া এই বিমান কেনার পেছনে তার গুরুত্বপূর্ণ হাত রয়েছে।
ভারত ফ্রান্সের এই বিমান প্রস্তুত কারকের কাছ থেকে ৩৬ টি বিমান কিনতে চেয়েছে যার জন্য লাগবে ৫৮ হাজার কোটি টাকা।
২০১৬ সালে এই চুক্তি দেওয়া হয়েছিল। এই যুদ্ধবিমান দূরপাল্লার মিসাইল ও যুদ্ধাস্ত্র বহনে সক্ষম।
এই রাফাল নিয়ে দেশে অনেক ঝড়ই উঠেছিল, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টাকা আত্মসাৎ করার অভিযোগও উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেক ভারতীয় সাক্ষী থাকল, রাফাল যুদ্ধ বিমান ভারতের হাতে আসছে। এতে শুধু নিরাপত্তা আটোসাটো হবে তাই না, সাথে সাথে দেশের গৌরবও বেড়ে যাবে।
Indian Air Force (IAF) Sources: The tail number of the first Rafale aircraft delivered to India is RB-01. The tail number is named after Indian Air Force Chief designate Air Marshal Rakesh Kumar Singh Bhadauria (in file pic) https://t.co/pVo0GLrBYV pic.twitter.com/1frBVi3Myz
— ANI (@ANI) September 20, 2019