দিল্লি থেকে এসে গতকাল নবান্নের সামনে সাংবাদিকদের মুখোমুখি দাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলায় এনআরসি হবে না, হতে দেব না। এই নিয়ে চিন্তা করে শরীর খারাপ করতেও না বলেছে সাধারণ মানুষকে। কিন্তু হ্যা বাংলার মানুষকে ভোটার তালিকায় নাম ওঠানোর পরামর্শ তিনি দিয়েছেন।
তিনি আরও বলেন, একদিকে নেতাদের হুমকি অন্যদিকে গুজব। এসবে কান দেবেন না। ডিজিটাল রেশন কার্ড, ভোটার তালিকা সংশোধনের সাথে এনআরসির কোনো সম্পর্ক নেই। তাই বলছি চিন্তা করার দরকার নেই।
আমরা আগেও আপনাদের পাহারাদার ছিলাম এখনো থাকবো। আপনাদের একজনের গায়ে হাত দিলে আমার গায়ে হাত দিতে হবে। এরপর তিনি বলেন, এনআরসি নিয়ে কোনো কথা হয়নি দিল্লিতে।