আবার ফের পেঁয়াজের দাম আকাশছোঁয়া। শেষ ৪ বছরে সবথেকে এবার দাম বাড়ল পেঁয়াজের। যেখানে এক কুইন্টাল পেঁয়াজের দাম ১০০০ টাকা ছিল এখন তা বেড়ে হয়েছে ৪৫০০ টাকা। লাসালগাঁও হলো পেঁয়াজের সবথেকে বড়ো বাজার সেখান থেকেই পেঁয়াজ বিক্রি হচ্ছে এত দামে।
পেঁয়াজের চাহিদা বেশী হলেও যোগান একদম কম, তাই পেঁয়াজের দাম আকাশছোঁয়া। অনেকে এটাকেই দাম বারার কারণ হিসেবে মনে করছে। তাই এই কারণে মানুষ পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছে, নতুন পেঁয়াজ না ঢোকায় এখন দাম ৮০-৯০ এর মধ্যেই ঘোরাফেরা করবে। কৃষকদের পেঁয়াজের মজুত একদম কমে গেছে। তাছাড়া দঃভারতে পেঁয়াজের উৎপাদন একদমই কমে গেছে, এর কারণেও পেঁয়াজের দাম আকাশছোঁয়া।