শুক্রবার কর্পোরেট এর বৈঠকে কর্পোরেট সংস্থাগুলির ওপর ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকেই৷ অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের এই ঘোষণার পরেই সঙ্গে সঙ্গে সেনসেক্স বেড়ে গিয়েছে একই সঙ্গে নিফটি পয়েন্ট বেড়েছে৷ তাই এমত অবস্থায় দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি র বৃদ্ধির হার আগের থেকে অনেক ভাল হবে বলেই আশা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস৷
শুক্রবার একটি বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, চলতি আর্থিক বছরে নির্বাচনের সময় জিডিপি বৃদ্ধির হার কমে গিয়েছিল কিন্তু পরবর্তী সময় তা বেড়েছে তাই প্রথম ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধির হার সে ভাবে না বাড়লেও পরবর্তী ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার অনেকটাই বাড়বে বলে আশাবাদী তিনিই৷