আইনি রক্ষাকবচ সরতেই ‘বেপাত্তা’ প্রাক্তন নগরপাল রাজীব কুমার। তাকে খুঁজে বের করতে এবার আলিপুরে আইপিএস কোয়ার্টারে হানা দিল চারজন সিবিআই। সূত্রের খবর, বুধবার থেকে সিবিআই জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে রাজীব কুমারের সন্ধানে।
গত বুধবারে তার সন্ধানে রাতভর তল্লাশি চালানো হয়। রাজীব কুমার এর বাড়ির কাছে ৩৪, পার্ক স্ট্রিটে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে আইপিএস অফিসারকে ধরতে সিবিআই উত্তরপ্রদেশ থেকে শক্তিশালী অফিসারদের কলকাতায় উড়িয়ে এনেছে।