সিরিয়ালে ধর্ষণের দৃশ্য দেখানোর জন্য মোটা টাকার জরিমানা করা হলো। একটি নামকরা তামিল চ্যানেলে অশ্লীল ভাবে ধর্ষনের দৃশ্য দেখানোর জন্য 2.5 লক্ষ টাকা জরিমানা করা হলো, কেবল শুধু জরিমানাতেই ক্ষান্ত দেওয়া হয়নি ওই চ্যানেলকে।
এর পাশাপাশি ওই চ্যানেলকে অন-এয়ার ক্ষমা চাইতে বলা হয়েছে তাও আবার বারবার। ওই জনপ্রিয় সিরিয়ালটির নাম “কল্যাণ বিদু”।ওই সিরিয়াল দেখানোর সময় বারবার ক্ষমা চাইতে বলা হয়েছে সিরিয়াল কর্তৃপক্ষকে।