পুজোর আগেই পেয়ে যাচ্ছেন বোনাস। তাও আবার 78 দিনের বোনাস। এমনই ঘোষণা করলো ভারতীয় রেলমন্ত্রক। আজ বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর ঘোষণা করেন, রেল কর্মীদের 78 দিনের বেতন বোনাস হিসেবে দেওয়া হবে।
এরফলে উপকৃত হবেন প্রায় 11 লক্ষ রেলকর্মী। আগামী কয়েক দিন পরেই উৎসবের মরসুম শুরু হচ্ছে, তার আগেই এই বোনাসের টাকা পেয়ে যাবেন রেলকর্মীরা, এই ঘোষণায় খুশির আমেজ সৃষ্টি হয়েছে রেলমকর্মীদের মধ্যে।