শনিবার চতুর্থ শ্রেণীর ভাগ্নেকে চিপস খাওয়ানোর নাম করে নিজের মাসি কালিম্পং হোটেলে নিয়ে চলে যায়। সেখানে ওঠার পর অবৈধ ঠিকানা জানিয়ে দিদির কাছে ২৮ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে। জানা গেছে শিশুটির বাবা একজন প্রভাবশালী ব্যবসায়ী।
সূত্রে খবর অতীতে শিশুটির মাসী আর জামাইবাবুর কাছে ২ লক্ষ টাকা সাহায্য চেয়েছিলেন। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করেছিলেন শিশুটির বাবা। এই ঘটনায় কল ট্র্যাক করে আশিঘর ফাঁড়ির পুলিশ মাসি সহ দুই জনকে গ্রেফতার করেছে।