প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৯ তম জন্মদিন উপলক্ষ্যে আসতে চলেছে ‘নামো’ অ্যাপের নতুন সংস্করণ। নামো এক্সক্লুসিভ’ নামে নতুন ফিচার যোগ করা হবে অ্যাপে। প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, নামো অ্যাপ দ্রুত এবং মসৃণ করা হবে। খুব তাড়াতাড়ি সব বিভাগ সম্পর্কে জানা যাবে। মন-কি বাত’ অনুষ্ঠানের পর্বগুলিও দেখা যাবে।
২০১৯ লোকসভা নির্বাচনের পর প্রথমবার নতুন সংস্করণ করা হলো একটি অ্যাপটির। সূত্রে খবর, এখানে দেখা যাবে বিজেপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এমনকি প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন যাত্রা। গ্রাফিক্স এর মাধ্যমে সাজানো যাবতীয় তথ্য মিলবে অ্যাপটিতে। জানা গেছে এই পর্যন্ত মোট দেড় কোটি মানুষ এই অ্যাপটিকে ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছেন।